শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:০৪

কয়লাঘাট এলাকায় ধর্ষণের ঘটনায় মামলা : পিতা-পুত্র ও চাচা আসামী

স্টাফ রিপোর্টার
কয়লাঘাট এলাকায় ধর্ষণের ঘটনায় মামলা : পিতা-পুত্র ও চাচা আসামী

চাঁদপুর শহরের ৫নং কয়লাঘাট এলাকায় জনৈক কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঁদপুরের আদালতে ধর্ষিতার মাতা তফুরা বেগম বাদী হয়ে ৩জনকে আসামী করে মামলা দায়ের করেন।

জানা যায়, তফুরা বেগম (স্বামী মৃতঃ হারুন সাং ১৪ নং কোয়ার্টার, বকুলতলা পালবাজার চাঁদপুর) বাদী হয়ে হাবিব মিজি, ইউসুফ মিজি ও আবুল মিজি (৫নং কয়লাঘাট চাঁদপুর)কে আসামী করে চাঁদপরের আদালতে মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, তফুরা বেগম চাঁদপুর শহরের কালী বাড়িতে অবস্থিত চাঁদপুর হোটেলে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন এবং কয়লাঘাটে আবুল মিজির বাসায় ভাড়া থাকতেন। তফুরা বেগম কাজে চলে আসার পর হাবিব মিজি কিশোরী মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়াসহ কুপ্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় কিশোরীকে একা ঘরে পেয়ে হাবিব মিজি জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে কিশোরী ও তার মায়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে চাঁদপুর থেকে ভাগিয়ে দেয়াসহ এসিড মেরে মুখ ঝলসে দিবে, এমনকি মেরে লাশ গুম করে ফেলবে বলে হুমকি দেয়।

কিছুদিন পর কিশোরী গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি হাবিব মিজিকে জানায়। হাবিব মিজির পিতা ইউসুফ মিজি ও চাচা আবুল মিজি মিলে কিশোরী ও তার মা তফুরা বেগমকে আবুল মিজির ভাড়া বাসা থেকে বের করে দেয়। হাবিব মিজি কৌশল করে কিশোরীকে বা”চা নষ্ট করার ঔষধ খাইয়ে দেয়। এতে তার ব্যথা উঠলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। এ নিয়ে এলাকার গণ্যমান্যদের জানিয়েও কোনো লাভ হয়নি। উপায়ন্তর না পেয়ে কিশোরীর মা তফুরা বেগম চাঁদপুরের আদালতে মামলা দায়ের করেন।

এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়