প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ০১:৪১
ফরিদগঞ্জে প্রতারণা মামলার আসামি সাদ্দাম গ্রেফতার

ফরিদগঞ্জে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
|আরো খবর
বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলমের নির্দেশে এসআই মো. আবু তাহের সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
এ সময় প্রতারণা মামলার চিহ্নিত আসামি মো. সাদ্দাম তালুকদার (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাদ্দাম তালুকদার ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের তালুকদার বাড়ি (মাইজের বাড়ি)-এর মৃত আবু তাহের তালুকদারের ছেলে।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম জানান, প্রতারণা মামলার আসামি সাদ্দাম তালুকদারকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিসিকে/এমজেডএইচ