প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২২:১৪
চাঁদপুর সদরের চান্দ্রায় মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
মাদকের ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির জন্যে দরকার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা .....পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব

চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নে সচেতন নাগরিকদের আয়োজনে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চান্দ্রা বাজার ঈদগাহ ময়দানে
|আরো খবর
এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বলেন, “অধিকাংশ অপরাধের নেপথ্যের কারণ হচ্ছে মাদক। এই ভয়াবহ ব্যাধি থেকে মুক্তির জন্যে দরকার সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা এবং পাশাপাশি সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা প্রদান।”
তিনি আরো বলেন, “চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতি মাসে গড়ে ৯০ থেকে ১০০টি মাদক মামলা হচ্ছে। সীমাবদ্ধতার মধ্যেও আমাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদকসেবী ও বিক্রেতাদের তথ্য দেবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রথম ১০ জন তথ্যদাতাকে ৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।
চান্দ্রা ইউনিয়নে নিয়মিত পুলিশি অভিযান পরিচালনা করা হবে এবং গোয়েন্দা পুলিশও সক্রিয়ভাবে কাজ করবে।"
সভায় সভাপতিত্ব করেন জুলাই আন্দোলনে নিহত শহীদ তাজুল ইসলামের বাবা আনোয়ার উল্যাহ পাটোয়ারী। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকুর চাকমা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান, চাঁদপুর জেলা জজ আদালতের আইন কর্মকর্তা ও সমাজসেবক অ্যাডভোকেট মো. শাহজাহান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাহার মিয়া, চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এটিএম মোস্তফা হামিদী, চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন, আইনজীবী আব্দুল কাদের খান প্রমুখ।
বক্তারা বলেন, "মাদক শুধু একজন ব্যক্তির নয়, পুরো সমাজের সর্বনাশ ডেকে আনে। মাদক নির্মূল করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা গড়ে তুলতে হবে।"
বক্তারা আরো বলেন, "বিগত সময়ের মতো আর যেন মাদক ব্যবসায়ীদের রমরমা অবস্থা না থাকে। চান্দ্রা ইউনিয়নকে মাদকমুক্ত করতে হলে সকলের সম্মিলিত প্রয়াস দরকার। যদি মাদক ব্যবসায়ী বা মাদকাসক্ত কাউকে শনাক্ত করা যায়, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করতে হবে।"
বক্তারা বলেন "মাদকের ভয়াবহতা শুধু অপরাধ বাড়ায় না, পরিবারগুলোকে ধ্বংস করে দেয়। বাবা-মাকে সন্তানের প্রতি আরও বেশি সচেতন হতে হবে।তাদের চলাফেরা, সঙ্গী নির্বাচন সবকিছুর উপর নজর দিতে হবে।"
সভায় বক্তারা প্রশাসনের পাশাপাশি সমাজসেবক, যুবসমাজ এবং গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, "সমাজকে রক্ষা করতে হলে মাদকবিরোধী লড়াইকে একটি আন্দোলনে পরিণত করতে হবে।"
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, আইনজীবী, সমাজকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সভার পূর্বে একটি বিরাট র্যালি চান্দ্রা বাজার প্রদক্ষিণ করে।
এছাড়া সভায় একটি ‘মাদকবিরোধী অভিযোগ বক্স’ স্থাপন করা হয়। সেখানে স্থানীয়রা গোপনে মাদকসেবী ও ব্যবসায়ীদের নামের তালিকা জমা দেন। আলোচনা সভা শেষে উদ্যোক্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান ওই অভিযোগ বক্স পুলিশ সুপারের হাতে তুলে দেন।
চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এই মাদকবিরোধী কর্মসূচি আয়োজনে বলিষ্ঠ ভূমিকা রাখেন।