প্রকাশ : ১০ মে ২০২৫, ১৭:১৮
মতলব উত্তরে ইয়াবা ও গাঁজাসহ দু মাদক কারবারি আটক

মতলব উত্তর উপজেলায় দু মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ৫০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ কুখ্যাত মাদক সম্রাট মো. রেজাউল করিম (২৫) কে ও ৫০০ গ্রাম গাঁজাসহ মো. তাজুল ইসলাম প্রকাশ তাজু (৪৪)কে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হকের দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. জাফর আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার (১০মে ২০২৫) ভোর রাতে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের দক্ষিণ গাজীপুর উদমদী পাম্প হাউজের পশ্চিম পাশে বেড়িবাঁধ সড়কের ওপর হতে মো. রেজাউল করিম (২৫)কে আটক করেন। তার নিকট হতে ৩টি নীল রংয়ের জিপার পলিব্যাগের ভেতরে রক্ষিত সর্বমোট ৫০২ পিচ ইয়াবা ট্যাবলেট (ওজন ৫০.২ গ্রাম, মূল্য অনুমান ১লাখ ৫০ হাজার ৬০০ টাকা) উদ্ধারপূর্বক জব্দ করেন। সে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মল্লিকা দীঘি গ্রামের মো. হারুনুর রশিদের ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
মতলব উত্তর থানার এসআই (নিরস্ত্র) একেএম ইউনুছ, এএসআই (নিরস্ত্র) মো. সাজেদুর রহমান, এএসআই (নিরস্ত্র) রবিউল হোসেন, কনস্টেবল সোহেল রানাসহ বিশেষ অভিযান পরিচালনা করে শুক্রবার (৯ মে ২০২৫) রাতে মতলব উত্তরের সাদুল্যাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের সোলেমান শাহ প্রকাশ ল্যাংটার মাজারের পশ্চিম উত্তর কোণে শিকদার বাড়ি সংলগ্ন আম বাগানের ভেতর হতে মো. তাজুল ইসলাম প্রকাশ তাজু (৪৪)কে আটক করেন। এ সময় তার ডান হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর সাদা পলিথিনের ভেতরে রক্ষিত অনুমান ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১০হাজার টাকা) উদ্ধারপূর্বক জব্দ করা হয় । সে কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার খয়রাবাদ গ্রামের
মৃত আ. খালেকের ছেলে। ধৃত আসামীর বিরুদ্ধে মতলব উত্তর থানার এফআইআর নং-১৭, তারিখ-১০ মে, ২০২৫; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ মামলা রুজু করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. রবিউল হক জানান, মাদকের বিষয়ে জিরো টলারেন্সে আমরা কাজ করছি। অভিযান অব্যাহত থাকবে।।