প্রকাশ : ০৫ মে ২০২৫, ২১:৩৯
শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে কৃষি জমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার। সোমবার ০৫ মে ২০২৫ খ্রি.
বিকেলে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের সালেঙ্গা এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে চিতোষী গ্রামের আবুল বাসারের ছেলে মো. শিপনকে (৩৫) ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন, উক্ত অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি মডেল থানা পুলিশ ও আনসার সদস্যগণ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান,বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা, মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।