প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:০৮
শ্রীনগরে নেশাগ্রস্ত সন্ত্রাসীদের তাণ্ডব
মুদী দোকানদারকে প্রকাশ্যে পিটিয়ে এক লক্ষ টাকা লুট

|আরো খবর
শ্রীনগরে নেশাখোরদের তাণ্ডব: দোকানে ঢুকে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে ১ লাখ টাকা লুট
উত্তর বালাশুরে মাদকসেবীদের হামলায় গুরুতর আহত মুদী দোকানদার সাহাম্মদ | থানায় অভিযোগ দায়ের, গ্রেপ্তার দাবিতে এলাকাবাসীর ক্ষোভ
২৩ এপ্রিল, বুধবার সকাল ১১টা। মুন্সিগঞ্জের শ্রীনগরের রাড়িখাল ইউনিয়নের উত্তর বালাশুর নতুন বাজারে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় এক মাদকসেবী চক্র সাহাম্মদ (৫০) নামে এক নিরীহ মুদী দোকানদারকে নৃশংসভাবে মারধর করে এবং দোকান থেকে নগদ এক লক্ষ টাকা লুট করে পালিয়ে যায়।
দোকানদার সাহাম্মদ স্থানীয় ইসমাইল উকিলের ছেলে। হামলার অভিযোগ উঠেছে একই এলাকার আ. রশিদ মাদবরের ছেলে মোতালেব মাদবর (৩২)-এর বিরুদ্ধে, যিনি এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ।
“আমার স্বামীকে দোকানে ঢুকে কাঠের ডাঁসা দিয়ে মাথায় আঘাত করা হয়। দোকানের এক লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। আমি বাধা দিতে গেলে আমাকেও মারে,”—সাথী বেগম, ভুক্তভোগীর স্ত্রী
চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়
এলাকাবাসীরা জানান, মোতালেব দীর্ঘদিন ধরেই মাদক কারবারে জড়িত এবং তার একটি নিজস্ব ‘গ্যাং’ রয়েছে। তারা এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি দিয়ে দমন করে রাখে।
“এরা একেকজন রাজা হয়ে উঠেছে। কেউ মুখ খুলতে পারে না। আজ সাহাম্মদ ভাইয়ের সাথে যা হলো, কাল হয়তো আমার সাথেও হবে!” —একজন স্থানীয় ব্যবসায়ী
থানার বক্তব্য
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ বলেন: “অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করছি, দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
মানববন্ধনের প্রস্তুতি
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। এলাকাবাসী মোতালেব মাদবরের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আগামীকাল মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছে।
ভুক্তভোগী সাহাম্মদ বর্তমানে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর থেকে মোতালেব মাদবর পলাতক রয়েছে।
ডিসিকে/ এমজেডএইচ