বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৬:১৭

হাজীগঞ্জে পিতাকে হত্যার দায় পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

হাজীগঞ্জে পিতাকে হত্যার দায় পুত্রের  যাবজ্জীবন কারাদণ্ড
চৌধুরী ইয়াসিন ইকরাম

হাজীগঞ্জে রান্ধুনীমুড়া গ্রামে পিতাকে হত্যার দায়ে পুত্র সুমন(৩৪)কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার (২৩ এপ্রিল ২০২৫) দুপুরে আসামি সুমনকে ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

আসামির উপস্থিতিতে মামলার রায় দেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

মামলা সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রান্ধুনীমুড়া গ্রামের

কাজী মইনুদ্দিন বেপারি বাড়িতে পিতা তাজুল ইসলামের কাছে মাদক সেবন করার জন্যে টাকা চেয়েছিলো পুত্র সুমন।

সুমন ২০১৮ সালে ৩ জুন বিকেলে তার পিতার কাছে মাদকের টাকা না পেয়ে ধারালো দা দিয়ে খালপাড়া এলাকায় তার পিতার পাঁজরে কোপ মারে এবং বাম পায়ের হাঁটুর নিচে কোপ মেরে দ্বিখণ্ডিত করে ফেলে করে।

রাষ্ট্রপক্ষে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট কোহিনুর বেগম বলেন, এ মামলায় ১৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য শেষে মাননীয় জেলা জজ বাহাদুর আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আসামী পক্ষে ছিলাম স্টেট ডিফেন্স ল'ইয়ার অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভূঁইয়া ।

( বিস্তারিত আসছে )

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়