রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২০:৫৪

গ্রাম আদালত বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন

গ্রাম আদালত বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
অনলাইন ডেস্ক

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প থেকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্যে গ্রাম আদালত বিষয়ক চারদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ১০ থেকে ১৭ এপ্রিল ২০২৫ পর্যন্ত ৪টি ব্যাচে সম্পন্ন হয়েছে।

প্রশিক্ষণটির ১ম ব্যাচ শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৫ তারিখে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন এবং স্বাগত বক্তব্য রাখেন উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া। ৪টি ব্যাচে প্রশিক্ষক ছিলেন : উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া, উপ-পরিচালক সমাজসেবা চাঁদপুর মো. নজরুল ইসলাম খান ও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সারোয়ার জাহান। সম্পূর্ণ কার্যক্রম পরিচালনায় সার্বিকভাবে সহায়তা করেন মমতাজ বেগম, জেলা ম্যানেজার ও উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আল মামুন ও সগির আহাম্মদ সরকার, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প , চাঁদপুর।

প্রশিক্ষণে আলোচ্য বিষয়গুলো হলো : গ্রাম আদালত ও এর বিচার ব্যবস্থা, মামলা পরিচালনার ধাপসমূহ, সালিস ও গ্রাম আদালতের মধ্যে পার্থক্য, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ, গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত, দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারাসমূহ, বিভিন্ন রেজিস্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারী ও দেওয়ানী মামলা অনুশীলন, অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত ও এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া। এছাড়া ছিলো ভিডিও প্রদর্শনী, গ্রাম আদালতের উপর মক ট্রায়াল ও ফরমেট পূরণ ইত্যাদি।

সবশেষে উপ-পরিচালক স্থানীয় সরকার মো. গোলাম জাকারিয়া প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়