শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৩৪

যৌথবাহিনীর অভিযানে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার

যৌথবাহিনীর অভিযানে পাঁচ মাদক কারবারি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক

ফরিদগঞ্জ ও কচুয়ায় যৌথবাহিনীর পৃথক অভিযানে মাদকসহ পাঁচ মাদক কারবারি আটক হয়েছে। এরা হচ্ছে : সোহেল গাজী (৩০), খালেক গাজী (৫০), মোশারফ হোসেন পিঠু (৩৫), মো. মনির (৩৪) ও মো. আরিফ (২০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ১টার দিকে ফরিদগঞ্জে স্থানীয় গোপন তথ্যের আলোকে তালিকাভুক্ত মাদক কারবারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল, খালেক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে থাকা ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাত আড়াইটার দিকে হাজীগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প থেকে কচুয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার সাচার এলাকা থেকে মাদক কারবারি মনির ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন ও একটি ফিল্টার উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে উদ্ধারকৃত সামগ্রী এবং গ্রেপ্তারকৃতদের ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়