প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১০:১১
যৌথ বাহিনী কর্তৃক চাঁদপুর সদর উপজেলায় ছিনতাইকারী আটক

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ ২০২৫ তারিখ রাত ১১টা ৪০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত অপরাধী এবং ডাকাতদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত যৌথ অভিযানে চাঁদপুর সদর উপজেলার তালতলা বাসস্ট্যান্ড এলাকা হতে একটি দোকান থেকে টাকা ও জিনিসপত্র ছিনতাই করার চেষ্টা করার সময় ছিনতাইকারী হেলাল (৩০)কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।