সোমবার, ২৪ মার্চ, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২১:১৪

রাজরাজেশ্বরে জাটকা রক্ষার চাল নিয়ে চালবাজি

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বরে চলতি অভয়াশ্রমে জাটকা রক্ষায় কার্ডধারী জেলেদের মাঝে খাদ্য সহায়তার চাল নিয়ে নানা অনিয়ম ও আত্মসাতের ঘটনা ঘটেছে। রাজরাজেশ্বরের জেলেদের নামে বরাদ্দকৃত চাল প্রায় দেড় শ' কার্ডধারী জেলে না পাওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় বিক্ষোভ করেছে বঞ্চিত কার্ডধারী জেলেরা ।

জানা যায়, জাটকা রক্ষায় সরকার তালিকাভুক্ত জেলেদের মাঝে মার্চ হতে জুন পর্যন্ত চার মাস ৪০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করবে। সে হিসেবে রাজরাজেশ্বরে ২২৬২জন তালিকাভুক্ত জেলের জন্যে দুই মাসের (মার্চ -এপ্রিল) ১৮০ টন চাল সিএসডি গোডাউন থেকে বিতরণের জন্যে আনা হয়। শনিবার (২২ মার্চ ২০২৫) এসব চাল কার্ডধারী জেলেদের মাঝে বিতরণ করা হয়।

সরজমিনে গিয়ে অভিযোগ পাওয়া যায়, জেলেরা দু মাসের একত্রে ৮০ কেজির স্থলে ৬০/৬২ কেজি করে চাল পেয়েছেন। এছাড়া চাল সংগ্রহ করতে গিয়ে প্রায় দেড়শ' কার্ডধারী জেলে চাল না পেয়ে বাড়ি চলে গেছেন।

বাঁশগাড়ি এলাকার কার্ডধারী ওসমান খান (কার্ড নং১৬৯৪), মুগাদির চরের কার্ডধারী জেলে আলমগীর মাল, কুড়ানিকান্দির নুরু কুড়ানিসহ অনেক জেলে সকালে এসে সারাদিন অপেক্ষা করে চাল না পেয়ে বিকেলে বাড়ি চলে যান।

এ বিষয়ে ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা তপন রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বিষয়টি খতিয়ে দেখছি। এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত বলেন, আমাকে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, কোনো কোনো ইউপি মেম্বার ভুয়া কার্ড তৈরি করে এ সংকট সৃষ্টি করেছেন। ওই কর্মকর্তা এখন ঘটনাস্থলে রয়েছেন এবং বিষয়টি দেখছেন বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়