প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৬:১১
যৌথ বাহিনী কর্তৃক চাঁদাবাজ এবং সন্ত্রাসী আটক

চাঁদপুর সদর উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে মোস্তফা নামে চাঁদাবাজ এবং সন্ত্রাসীকে আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ ২০২৫) রাত ৯ টার সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্প এবং চাঁদপুর সদর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চাঁদপুর সদর উপজেলার বাস স্ট্যান্ড এলাকা থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ও সন্ত্রাসী মো. মোস্তফা (৪৫)কে গ্রেফতার করা হয়।
|আরো খবর
আটক ব্যক্তি সদর উপজেলার তরপুরচন্ডি ইউনিয়নের সাবেক মেম্বার বলে জানা যায়।
পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্যে গ্রেফতারকৃত ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। চাঁদপুর আর্মি ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।