বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২৩:০৪

মতলব উত্তরে ৭ জেলে আটক

মতলব উত্তরে ৭ জেলে আটক
মাহবুব আলম লাভলু

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক, ১০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ ২০২৫) বিকেল ৩টা হতে ৫ টা পর্যন্ত মেঘনা নদীর দশানী অংশে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, সিসি/পিও মোহাম্মদ কবীর, পুলিশের উপ-পরিদর্শক মো. আনোয়ার হোসেন। সহায়তা করে মোহনপুর আউটপোস্ট, বাংলাদেশ কোস্টগার্ড।

আটককৃত সাতজনের মধ্যে ৪ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১জনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। বাকি দুজনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

৭ দিনের কারাদণ্ডপ্রাপ্তরা হলো : মতলব উত্তর উপজেলার জোড়খালী গ্রামের নূর মোহাম্মদ মিজির ছেলে নূরুল হক, হারেছ সরকারের ছেলে মফিজুল ইসলাম, কাশেম মাতবরের ছেলে নূর হোসেন ও মুল্লুক বেপারীর ছেলে কাউছার। আর জোড়খালী গ্রামের মাইনুদ্দিন সরকারের ছেলে নুরুল সরকারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় দেয়া হয় জোড়খালী গ্রামের নূরুল হক মিজির ছেলে হাবিবুর রহমান ও জালালুদ্দিন সরকারের ছেলে সাকিব আল হাসানকে। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়