প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ২২:০৬
মতলব উত্তরে ১০ জেলে আটক

মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১০ জেলেকে ৫০ হাজার মিটার কারেন্ট, ১০ মিটার টোম জাল ও একটি নৌকাসহ আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ ২০২৫) মেঘনা নদীর দশানী, মোহাম্মদপুর, নাছিরাকান্দি, জহিরাবাদ, বোরোচর, চর উমেদ অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস ও পুলিশের উপপরিদর্শক কাজল মজুমদারসহ মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ফোর্স।
আটককৃত ১ জনকে ১০ দিনের কারাদণ্ড ও ৫ জনকে ৫ হাজার টাকা (প্রতি জনকে ১ হাজার টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়। ১০ দিনের কারাদণ্ড প্রাপ্ত হলেন মতলব উত্তর উপজেলার সুগন্ধি গ্রামের সুরুজের ছেলে সাদির উদ্দিন। জরিমানা করা হয়েছে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজারের নুর ইসলাম দেওয়ান ছেলে শাহজালাল, শাহজাহান বেপারির ছেলে হৃদয় ও ফয়সাল, হাজী আব্দুল কাদিরের ছেলে কাশিম বেপারী ও সেডু বেপারীর ছেলে রসুল বেপারী। ৪ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুছলেকায় ছেড়ে দেয়া হয়। জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, ২০২৪-২৫ অর্থবর্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধনী)-এর আওতায় ১লা মার্চ হতে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুই মাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। এ সময় কেউ নদীতে মাছ ধরতে পারবে না। কেউ সরকারি নির্দেশ উপেক্ষা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অভয়াশ্রম ও জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।