প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ২১:০৩
মতলব উত্তরে বাজার ও মৎস্য আড়তে অভিযানে জাটকা ইলিশ জব্দ

মতলব উত্তর উপজেলার বিভিন্ন বাজার ও মৎস্য আড়তে অভিযান চালিয়ে জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।
বুধবার (১২ মার্চ ২০২৫) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, উপজেলার জনতা বাজার ও বাবুরবাজার, এখলাশপুরের বিভিন্ন মৎস্য আড়ত পরিদর্শন করা হয়। বেলতলী, কালীপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচরসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, এএসআই মো. অহিদুর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস জানান, মতলব উত্তর উপজেলার পদ্মা-মেঘনায় ১ মার্চ-৩০ এপ্রিল দুমাস ইলিশের অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ।
অভয়াশ্রম ও জাটকা রক্ষা কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হচ্ছে। জাটকা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে।