সোমবার, ১০ মার্চ, ২০২৫  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ২১:২৪

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকৃত সম্পত্তি একাধিকবার দখলের চেষ্টা!

গাছ কেটে সাবাড়

ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞাকৃত সম্পত্তি একাধিকবার দখলের চেষ্টা!

ফরিদগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কেটে সাবাড় করা হয়েছে। শনিবার (৮ মার্চ ২০২৫) দুপুরে উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের লড়াইরচর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গাছ কাটা বন্ধ করলেও কাউকে আটক করতে পারে নি।

জানা যায়, লড়াইরচর গ্রামের ভুক্তভোগী মিজানুর রহমানের সাথে প্রতিবেশি সাহাবুদ্দিন বেপারী ওরফে সাবু উল্লা বেপারী এবং সাইফুল ইসলাম গংয়ের ১২৩নং লড়াইরচর মৌজার বিএস ৫৯৭ ও ৭২৮নং খতিয়ানভুক্ত বিএস ৬৯৮ ও ৬৯৯ নং দাগের অন্দরে মোঃ ০.১১০০ শতাংশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলমান রয়েছে।

এ নিয়ে ফরিদগঞ্জ থানায় একাধিক অভিযোগ ও আদালতে মামলা চলমান রয়েছে। বিজ্ঞ আদালত মামলা নং ৭৫০/২৪ এর বিবরণ অনুযায়ী গত ২৬ জুন ২০২৪ খ্রি. তারিখে স্মারক নং ৮৭০ মতে উক্ত নালিশী সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করে।

আদালতে নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় বাদী ও বিবাদী নালিশী সম্পত্তিতে না যাওয়ার বিধান থাকলেও এজাহার নামীয় বিবাদীরা নালিশী সম্পত্তি কয়েক দফায় দখলে নেয়ার চেষ্টা করে।

সর্বশেষ শনিবার (৮ মার্চ ২০২৫) লোকবল নিয়ে সাইফুল ইসলাম গং নালিশী সম্পত্তি থেকে গাছ কর্তন শুরু করে।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) কবির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে উভয়পক্ষকে কাগজপত্র নিয়ে থানায় আসতে বলেন।

ভুক্তভোগী মিজানুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এর আগেও গাছ কেটে নালিশী সম্পত্তি দখলের চেষ্টা করছে সাইফুল গং। পুলিশ তখনো তাদের অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেয়। তারা আজ আবার পুনরায় সন্ত্রাসীদের উপস্থিতিতে নিষেধাজ্ঞাকৃত সম্পত্তি থেকে ফলদ ও বনজ গাছ কেটে সাবাড় করে ফেলছে। আমি বাধা দিতে গেলে তারা আমাকে ও পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। আমি আদালতের কাছে বিচার প্রার্থনা করছি।

অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, আমার জমি থেকে আমি গাছ কেটেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জমির উপর কোনো নিষেধাজ্ঞা নেই।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহআলম বলেন, গাছ কাটার অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়