প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১
ফরিদগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ আটক ২
১০ বোতল বিদেশী মদসহ ২জনকে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকা থেকে এসআই পিয়াস বড়ুয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের রাজেন চন্দ্র দাশের ছেলে আপন চন্দ্র দাশ (২৪) এবং শাহরাস্তি উপজেলার শোরশাক গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে মো. সাগর (২০)কে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দশ বোতল বিদেশী মদ উদ্ধার করে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।