মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০১

মতলবে ১৬ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক

মতলবে ১৬ কেজি গাঁজাসহ ১ ব্যক্তি আটক
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলায় ১৬ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ৮ টায় এক ড্রাইভারকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত ওই ব্যক্তির নাম মো. নাইমুল হক নিশাত (২১)। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের গাজী মো. জামাল উদ্দিন সজলের ছেলে।

এলাকাবাসী জানান, কুমিল্লা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৫-৫৯৬২) নিয়ে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোর থেকে দীর্ঘ সময় দাঁড়ানো অবস্থায় দেখে ড্রাইভারকে জিজ্ঞেস করলে সঠিক জবাব দিতে না পারায় সন্দেহের সৃষ্টি হয়। তার মাইক্রোবাসটি তল্লাশি করা হলে ৪ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।

স্থানীয় যুবক স্বপন, মঞ্জু, মালেক, রুবেল, বশির, বোরহান, নাসিরসহ একাধিক যুবক বলেন, দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের খালের ওপর ব্রিজের নির্মাণ কাজ চলমান রয়েছে। ওই ব্রিজের পাশে মাইক্রোবাসটি দীর্ঘ সময় দাঁড়ানো থাকার কারণে তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কোথায় যাবেন? সে সঠিক উত্তর না দিয়ে গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহযোগিতা নিয়ে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসটি আটক করা হয়। পরে ওই মাইক্রোবাসটিতে তল্লাশি চালানো হলে চার বস্তা গাঁজা পাওয়া যায়। তাকে উপস্থিত শত শত জনতার সামনে জিজ্ঞেস করলে সে বলে, এ মালগুলো নবীর মিজি ওরফে শিহাবকে দেয়ার জন্যে আনা হয়েছে। নবীর মিজি হচ্ছে বহরী গ্রামের তাফু মিজির ছেলে। পরে ওই ইউনিয়নের যুবদল নেতা নজরুল মতলব দক্ষিণ থানায় অবহিত করলে থানার এস আই জীবন চৌধুরী ও অন্যান্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে মাইক্রোবাস ও গাজাসহ ড্রাইভার নাইমুল হক নিশাতকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপার এসআই জীবন চৌধুরী বলেন, আটককৃত ড্রাইভারের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

ওসি সালেহ আহমেদ বলেন, আসামি নিশাতকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হবে। থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়