বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২১:৫০

সরকারি আইন কমকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়

অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আদালত প্রতিবেদক
অপরাধী শাস্তি পেলে বাদী  ন্যায়বিচার পাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুরের সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন । সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সরকারি আইন-কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বর্তমানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে আটক করা হচ্ছে । অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে। আপনাদেরকে রাষ্ট্রের আইনজীবী হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে । আপনারা আপনাদের ভাল কাজের মাধ্যমেই আশা করি এখান থেকে একদিন বিচারপতি হবেন । রাষ্ট্রের সকল আইনজীবী কোর্ট ইন্সপেক্টরদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করবেন বলে আশা করছি । শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম ও জিপি অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রীপন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে চাঁদপুরে কর্মরত সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাফ সহ সরকারি আইন কমকর্তারা। এ সময় জেলা প্রশাসক সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখে আপ্যায়ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়