প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২১:৫০
সরকারি আইন কমকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়
অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুরের নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন । সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সরকারি আইন-কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বর্তমানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে আটক করা হচ্ছে । অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে। আপনাদেরকে রাষ্ট্রের আইনজীবী হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে । আপনারা আপনাদের ভাল কাজের মাধ্যমেই আশা করি এখান থেকে একদিন বিচারপতি হবেন । রাষ্ট্রের সকল আইনজীবী কোর্ট ইন্সপেক্টরদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করবেন বলে আশা করছি । শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম ও জিপি অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রীপন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে চাঁদপুরে কর্মরত সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাফ সহ সরকারি আইন কমকর্তারা। এ সময় জেলা প্রশাসক সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখে আপ্যায়ন করেন।