বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   স্বামীর সঙ্গে ঝগড়া, স্ত্রীর আত্মহত্যা
  •   ভারতকে কড়া বার্তা শ্রম উপদেষ্টার
  •   আধুনিক নৌ টার্মিনাল প্রকল্প পরিদর্শনে চাঁদপুরে নৌপরিবহণ উপদেষ্টা
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ২১:৫০

সরকারি আইন কমকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময়

অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

আদালত প্রতিবেদক
অপরাধী শাস্তি পেলে বাদী  ন্যায়বিচার পাবে : জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন
চাঁদপুরের সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

চাঁদপুরের নবনিযুক্ত সরকারি আইন কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন । সোমবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত সরকারি আইন-কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বর্তমানে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদেরকে আটক করা হচ্ছে । অপরাধী শাস্তি পেলে বাদী ন্যায়বিচার পাবে। আপনাদেরকে রাষ্ট্রের আইনজীবী হিসেবে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে । আপনারা আপনাদের ভাল কাজের মাধ্যমেই আশা করি এখান থেকে একদিন বিচারপতি হবেন । রাষ্ট্রের সকল আইনজীবী কোর্ট ইন্সপেক্টরদের সাথে সুসম্পর্ক রেখে কাজ করবেন বলে আশা করছি । শুভেচ্ছা বিনিময়কালে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. কুহিনুর বেগম ও জিপি অ্যাড. এ.জেড.এম. রফিকুল হাসান রীপন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হিসেবে চাঁদপুরে কর্মরত সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) নুরুল হাই মোহাম্মদ আনাফ সহ সরকারি আইন কমকর্তারা। এ সময় জেলা প্রশাসক সরকারি আইন কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখে আপ্যায়ন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়