রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ২০:১৬

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযান

দেশীয় অস্ত্রসহ আবারো তিন কিশোর আটক

গোলাম মোস্তফা
দেশীয় অস্ত্রসহ আবারো  তিন  কিশোর আটক
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে আটক তিন কিশোর সন্ত্রাসী

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে আরো তিন কিশোর সন্ত্রাসী আটক হয়েছে। দেশীয় ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়। ১৩ নভেম্বর সন্ধ্যায় চাঁদপুর ট্রাক ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দেয়ার সময় তাদের আটক করা হয়। সকল ধরনের অপরাধমুক্ত ও সামাজিক অবক্ষয় মহামারী ঘাতক কিশোরগ্যাং মুক্ত চাঁদপুর শহর ঘোষণা দিয়ে কাজ করে যাচ্ছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে মডেল থানা পুলিশ। তিনি নিজে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় মডেল থানার একদল পুলিশ ফোর্স নিয়ে শহরেরর নানা স্থানে অভিযানে নামেন। এ অভিযানে তিন কিশোর সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। জানা যায়, চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম-এর নির্দেশনায় মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়ার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে রাত সাড়ে ৮টার দিকে শহরের নতুন বাজার ট্রাকঘাট এলাকার মসজিদের সামনে রাস্তায় কিশোর গ্যাং গ্রুপের অস্ত্রের মহড়া চলাকালে তিন কিশোরকে দেশীয় অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলো- তামিম (১৬), সানজিদ (১৬) ও মাঈনুদ্দীন (১৬)। এ সময় তাদের কাছ থেকে বড় মাপের দেশীয় অস্ত্র চাইনিজ কুড়াল, কিরিচ ও স্টিলের চাপাটি উদ্ধার করা হয়। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ বাহার মিয়া বলেন, কিশোর গ্যাং দমনে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়