প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩
গাছতলা ব্রিজে টোল বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্রদের বিবৃতি
'টোল আদায় করলে জনদুর্ভোগ বাড়বে'
গত মঙ্গলবার দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রথম পৃষ্ঠায় 'ছাত্র-জনতা ও জেলা প্রশাসকের যৌথ সভা : চাঁদপুর সেতুর টোল আদায়ের সিদ্ধান্ত গৃহীত' শিরোনামের সংবাদের প্রতিবাদে
|আরো খবর
সভায় উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে লিখেছেন, গাছতলা ব্রিজে টোল আদায়ের বিষয়টা সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, যা জেলা প্রশাসন চাঁদপুর সবাইকে অবহিত করেছেন। এ বিষয়ে ছাত্র-জনতা কোনো মতামত প্রদান করেনি। তবে ছাত্র- জনতা মনে করে, এই ব্রিজে টোল আদায় করলে জনদুর্ভোগ বাড়বে। টোল আদায়ের সিদ্ধান্তে ছাত্র-জনতার কোনো হাত নেই।