শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ২২:১৩

লাইসেন্স না থাকায় হাজীগঞ্জে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

অনলাইন ডেস্ক
লাইসেন্স না থাকায় হাজীগঞ্জে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

লাইসেন্স না থাকার কারণে হাজীগঞ্জ বাজারের লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৫ অক্টোবর) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের সহযোগিতায় এদিন বিকেলে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় স্বাস্থ্য বিভাগের বেসরকারি হাসপাতাল পরিচালনা লাইসেন্স দেখাতে না পারায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, লাইসেন্স ছাড়াই লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন, বেডসহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, তারা হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার জন্যে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা লাইসেন্সের জন্যে আবেদন করেছে। তিনি আরো বলেন, লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, লাইসেন্স না পাওয়া পর্যন্ত লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়