বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৬:১১

চাঁদপুরে দুটি মামলায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী আটক

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
চাঁদপুরে দুটি মামলায় আওয়ামী লীগের ২২ নেতা-কর্মী আটক

চাঁদপুরে পৃথক দুই নাশকতার মামলায় ৯ অক্টোবর পর্যন্ত আওয়ামীলীগের ২২ জন নেতা-কর্মীকে আটক করেছে মডেল থানা পুলিশ ।

এ তথ্য নিশ্চিত করেন এসআই মকবুল হোসেন।

দুটি নাশকতা মামলার মধ্যে মডেল থানার মামলা নং ১১ তাং ১৫.৮.২০২৪ খ্রি: মামলায় আটক ১৪ জন এবং মামলা নং ১৯ তাং ২৪.৮.২০২৪ খ্রি. ৮জন আটক হয়।

এসআই মকবুল হোসেন জানান, চাঁদপুর মডেল থানার ওসির নির্দেশে গুরুত্বপূর্ণ এই মামলা তদন্ত করছি এবং এজহারভুক্ত আসামী ও অভিযুক্ত সন্দেহ জনক আসামীদের গ্রেফতার অব্যাহত রয়েছে । উক্ত দুটি মামলায় এ পর্যন্ত ২২ জন আওয়ামীলীগের নেতা-কর্মীকে আটক করা হয়েছে।

এর মধ্যে বেশিরভাগ আটক আসামীদের রিমান্ডে নিয়েছি । ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি এবং তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এদিকে জানা গেছে, উক্ত দুটি মামলায় উল্লেখযোগ্য প্রধান প্রধান আসামীদের এখন পর্যন্ত গ্রেফতার করতে পারিনি মডেল থানা পুলিশ । পুলিশের বক্তব্য, প্রধান প্রধান আসামীরা গা ঢাকা দিয়েছে কিংবা আত্মগোপনে রয়েছে । তবে অভিযান জোরদার করা হয়েছে । যে ভাবেই হোক তারা গ্রেফতার এড়াতে পারবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়