প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ২১:১৮
আদালতের নির্দেশে ফরিদগঞ্জে ৫ আগস্ট নিহত কিশোরের লাশ উত্তোলন
গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট ফরিদগঞ্জ থানা পুলিশের গুলিতে নিহত কিশোর শাহাদাত হোসেন(১৬)-এর লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিছুর রহমানের উপস্থিতিতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বেপারী বাড়ি থেকে লাশ উত্তোলনের পর পোস্টমর্টেমের জন্যে চাঁদপুর প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামসুজ্জামান জানান, ৫ আগস্ট নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আদালতের নির্দেশে লাশের ময়না তদন্তের জন্যে বুধবার (৯ অক্টোবর) নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন থানায় প্রবেশের চেষ্টার সময় এক পর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে শাহাদাত থানার সামনে গুলিবিদ্ধ হন। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরেকজন পায়ে গুলিবিদ্ধ হয়।