শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা গণফোরামের কর্মী সমাবেশ
  •   নিষেধাজ্ঞার প্রথম দিনে ফরিদগঞ্জে অবাধে ইলিশ বিক্রি
  •   পিকনিকে যাওয়া শিক্ষার্থীর মরদেহ মেঘনায় ভেসে উঠলো দুদিন পর
  •   নেতা-কর্মীদের চাঁদাবাজি না করার শপথ করিয়েছেন এমএ হান্নান
  •   বিকেলে ইলিশ জব্দ ও জরিমানা

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১৫:২৮

কচুয়ায় মিশু গণধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন

চৌধুরী ইয়াসিন ইকরাম
কচুয়ায় মিশু গণধর্ষণ ও হত্যা মামলায় ২ আসামীর যাবজ্জীবন

চাঁদপুরের কচুয়ায় জান্নাতুল নাঈম মিশু গনধর্ষন ও হত্যা মামলায় ২ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আসামীরা হলো : কচুয়ার বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলের নুরুল আলম নুরা ও ফরিদগঞ্জ উপজেলার গব্দেরগাও ইউনিয়নের আমির হোসেনের ছেলে মো: সজীব ।

সোমবার ( ৭ অক্টোবর) দুপুরে বিচারক (জেলা ও দায়রা জজ) মো: আব্দুল হান্নান এই রায় দেন। আসামিদের উপস্থিতিতে এ রায় দেওয়া হয় ।

এই মামলায় ১৭ জন সাক্ষী হয়েছে। আসামি পক্ষে ছিলেন অ্যাড: মাসুম হোসেন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড; শামসুল ইসলাম মন্টু ( নারী ও শিশু নির্যাতন দদমন ট্রাইব্যুনালের আদালতের স্পেশাল পিপি ) । বাদী পক্ষে ছিলেন আব্দুল্লাহ আল মামুন ও রিয়াদ হোসেন মুনতাসীর।

মামলার সূত্রে জানা যায় জান্নাতুল নাঈম মিশু বিলে যাওয়ার পথে এ আসামীরা তাকে গনধর্ষন করে হত্যা করে খালে ফেলে রাখে । পরে ভিকটিমের মা ফাতেমা বেগম শেফালী বাদী হয়ে এ মামলা করেন।

চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ আব্দুল হান্নান এ আসামীদেরকে নারী ও শিশু নিযাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩)/৩০ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিগণকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অথদন্ডে দন্ডিত করেন ।

মামলার বাদী ফাতেমা বেগম শেফালী এ প্রতিবেদককে বলেন আমরা এ রায় সন্তুষ্ট নয় । আমাদের শিশু মেয়েকে গণধর্ষন করে হত্যা করেছে এ আসামিরা। আমরা এ রায়ে সন্তুষ্ট না। আমরা আসামিদের ফাঁসি চাই। আমরা এজন্য উচ্চ আদালতে যাবো।

(বিস্তারিত আসছে)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়