শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ০০:৩৫

হাইমচরে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচরে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন আটক
চাঁদপুর হাইমচর উপজেলায় তিন মাদক কারবারি

চাঁদপুর হাইমচর উপজেলায় তিন মাদক কারবারিকে স্থানীয় লোকজন আটক করে হাইমচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

গত বুধবার (২ অক্টোবর) রাতে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে হাইমচর পুলিশ কমলাপুর গ্রামস্থ চৌধুরী বাজারে জনৈক জয়নাল পাটোয়ারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সহ তিনজন আটক করেন।

মামলা সূত্রে জানাযায়, হাইমচর থানার এসআই সঞ্জিত কুমার রায় সঙ্গীয় ফোর্স সহ ডিউটি করা কালে ০২/১০/২০২৪খ্রিঃ তারিখ ৭.৪০ ঘটিকার সময় আলগী বাজার এলাকায় অবস্থানকালে সংবাদ পাই যে, হাইমচর থানাধীন কমলাপুর গ্রামস্থ চৌধুরী বাজারে জনৈক জয়নাল পাটোয়ারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর স্থানীয় জনগন মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) সহ তিনজন লোক আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের বিষয়টি অফিসার ইনচার্জ কে অবহিত করিয়া তাহারা নির্দেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামী উত্তর আলগী গ্রামের (গাজী বাড়ী) আশ্বাদ গাজী ছেলে মোঃ শাহীন গাজী (২৬), ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম লাড়ুয়া (ভূঁইয়া বাড়ী) বাবুল ভূঁইয়া ছেলে রাসেল ভূঁইয়া (২৬), পশ্চিম লাডুয়া (হাজারী বাড়ী) রশিদ হাজারীর ছেলে জুম্মান হাজারী (২৪) কে হাইমচর থানা পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করেন।

হাইমচর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসিন বলেন, উপজেলার কমলাপুর গ্রামের স্থানীয়রা তিনজন মাদক কারবারি কে আটক করে আমাদেরকে অবগত করলে ঘটনাস্থলে গিয়ে আমাদের থানা পুলিশ তিনজন মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত আসামিগণকে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়