শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:২৪

চাঁদপুরে আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা পর্যবেক্ষণে পুলিশ সুপারের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

স্টাফ রিপোর্টার

চাঁদপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

২৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে তিনি জেলা পুলিশের উর্দ্ধতন টিম নিয়ে পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন।

জেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবে। এছাড়া পূজা উদযাপনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং, পর্যবেক্ষণ ক্যামেরা স্থাপন এবং বিশেষ টহলের ব্যবস্থা রাখা হয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম জানান, দুর্গাপূজার সময়ে যে কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ সতর্কতায় থাকব। পূজা উদযাপন নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে নিয়ে কাজ করছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে।

চাঁদপুরবাসীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সকলকে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকবে পুলিশ।

এছাড়াও, বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যবেক্ষণ করেছেন পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করেছেন।

এ সময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়