শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
  •   এক বছরের মধ্যে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা
  •   হাজীগঞ্জের সকল মৃত্যুর খবরই গুজব!
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৫

হাজীগঞ্জের সকল মৃত্যুর খবরই গুজব !

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
হাজীগঞ্জের সকল মৃত্যুর খবরই গুজব !
সাইমন বেঁচে আছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য সাইমনকে নিয়ে কুমিল্লার পথে তার বাবা।

একদিকে চলছে রণক্ষেত্র, আরেক দিকে লোকমুখে শোনা যাচ্ছে আর ফেসবুকে এক এক করে দেখা যাচ্ছে মৃত্যুর খবর। একজন, দুজন, তিনজন এমনকি ছয়জন পর্যন্ত মৃত্যুর খবর ছড়িয়েছে গুজবের ডালপালায়। এজন্যে জনমনে আতঙ্ক কিন্তু পিছু ছাড়েনি। শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত পৌনে বারোটা পর্যন্ত এই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পোঁছলে পরিস্থিতি শান্ত হয়। সব মিলিয়ে আহত হয়েছেন প্রায় অর্ধশত। এদের মধ্যে বেশ কয়েকজনকে কুমিল্লা রেফার করা হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু করে মাঝ রাত অবধি এক বাড়ি আর এক গ্রামের মাঝে চলমান মারামারি তথা ধাওয়া পাল্টা ধাওয়ায় সড়কে আগুন, যান চলাচল বন্ধ, সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ সবই বন্ধ হয়ে গেছে সন্ধ্যা থেকে। ধাওয়া পাল্টা ধাওয়ার মাঝে সাধনা ঔষধালয়ের সামনে দুর্বৃত্তরা দুজনকে ছুরিকাহত করে। মুলত এরা নিছক পথচারী। এদের মৃত্যুর বিষয়টি লোকমুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রকাশ হলেও নির্ভরযোগ্য কেউ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়