শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৭

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরি

শাহরাস্তিতে খালি বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা সংগঠিত হয়েছে। বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ অর্থ স্বর্ণলংকার সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় চোরচক্র। ১৮ সেপ্টেম্বর গভীর রাতে শাহরাস্তি পৌর এলাকার সেনগাও গ্রামের সূত্রধর বাড়ির প্রদীপ চন্দ্র সূত্রধরের ঘরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে শাহরাস্তি থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। ঘরের মালিক প্রদীপ চন্দ্র সূত্রধর জানান, তিনি একজন প্রবাসী ঘটনার দিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে বাসায় তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রাতে চোরচক্র বাসার তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে নগদ ১ লক্ষ্য টাকা ৮ ভরি স্বর্ণালঙ্কার, পাসপোর্ট, আকামা সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। তিনি জানান তিনি একজন ওমান প্রবাসী। জুলাই মাসে তিনি ছুটিতে বাড়িতে আসলে অক্টোবরের ২০ তারিখে আবার চলে যাওয়ার কথা। কিন্তু গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হওয়ায় তিনি বিপাকে পড়েছেন। পরিবারের সদস্যরা জানান, সকালে পার্শ্ববর্তী বাসার লোকজন বাসার তালা ভাঙা দেখে তাদের খবর দেয়। এবিষয়ে থানা পুলিশের হস্তক্ষেপে কামনা করেছেন ভুক্তভোগীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়