শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:৫৫

পুরাণবাজারে দুই পক্ষের আধিপত্য বিস্তারে তুমুল সংঘর্ষ, আহত ২৫

স্টাফ রিপোর্টার
পুরাণবাজারে দুই পক্ষের আধিপত্য বিস্তারে তুমুল সংঘর্ষ, আহত ২৫

চাঁদপুর শহর পুরাণবাজারের মেথর বাড়ির খাল সড়কের চৌরাস্তায় আবারো এলাকার আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় ১ ও ২ নং ওয়ার্ড মহল্লার দুই পক্ষের বাসিন্দাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত ৯টা থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত চলে এ সংঘর্ষ। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের দিকে ধাওয়া- পাল্টা ধাওয়ায় লিপ্ত হয় এবং অন্ধকারের ভিতর টর্চলাইটের আলোতে বৃষ্টির মত ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় নতুন রাস্তার চৌরাস্তা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং আশপাশে চরম আতংক ছড়িয়ে পড়ে। রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানও ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের অনেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেয়। খবর পেয়ে রাত বারোটায় সেনাবাহিনী, থানা ও ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই পক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়ে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উল্লেখিত এলাকায় উত্তেজনা ও থমথমে ভাব বিরাজ করছে। ২নং ওয়ার্ড মহল্লার খালের দক্ষিণ পাড় বউবাজার,ভাওয়ালবাড়ি,সরকারি পুকুরপাড়,মধ্যশ্রীরামদী কবরস্থান এলাকার যুবকদের সাথে মাছবাজার,রিফিউজি ক্যাম্প - মোমফ্যাক্টরী,নিতাইগঞ্জ, ম্যারকাটিজ রোড মহল্লার যুবকের সঙ্গে এ সংঘর্ষ হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে কি নিয়ে তাদের মধ্যে এই সংঘাত কেউ নিশ্চিত করে কিছু বলতে পারছে না এলাকার লোকজন। এলাকায় আধিপত্য ও তুচ্ছ ঘটনা নিয়ে তাদের এই মারামারি বলে ধারনা করছে অনেকে। মারামারিতে বিএনপি - আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মী ও সমর্থক জড়িত হয় বলে জানান স্থানীয়রা। এর আগেও ওই এলাকায় বিবদমান দুই পক্ষের মধ্য একাধিক মারামারির ঘটনা ঘটেছে এবং লোকও মারা যায়।বর্তমানে সরকার পটপরিবর্তনেও ওইসব এলাকার সংঘাত,সহিংসতা ও মারামারি থামছে না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীসহ রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোরতা প্রয়োজন বলে মনে করছেন এলাকার শান্তিপ্রিয় সচেতন মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়