শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ২২:৩৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

কচুয়া থানার এসআই মামুন হত্যার মামলা দায়ের

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়া থানার এসআই মামুন হত্যার মামলা দায়ের

বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশীদ সরকার (৫১) নিহতের ঘটনায় ২৫ আগস্ট রোববার মামলা হয়েছে। রোববার বিকেলে এসআই মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় ওই মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয়ে ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ওই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ওইদিন বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ জনতা কচুয়া থানায় হামলা চালায়। এ সময় কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবেলা করার চেষ্টা করেন এবং সার্বক্ষণিক থানায় উপস্থিত থেকে সবকিছু পর্যবেক্ষণ করেন। কিন্তু থানার অন্যান্য পুলিশ সদস্য ভয়ে আতঙ্কিত হয়ে পালিয়ে যাওয়ার সময় এসআই মামুনুর রশীদকে ৩০ থেকে ৪০ জন লোক লাঠি দিয়ে পিটিয়ে পাশের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে নিয়ে অজ্ঞান অবস্থায় ফেলে যান। পরে সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার আবদুল্লাহপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর জানান, মামুনুর রশীদকে হত্যার ঘটনায় রোববার বিকেলে কচুয়া থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামুনুর রশীদকে হত্যার পাশাপাশি একদল জনতা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে থানায় আক্রমণ করে। এ সময় থানার গাড়ি ভাংচুর, অস্ত্র, গুলি ও মুঠোফোন লুট করে নিয়ে যায়। যার ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা।

নিহত এসআই মামুনুর রশীদের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, আমার স্বামী এসআই মামুনুর রশিদ দীর্ঘদিন চাকরি করেছেন। তিনি কেমন ছিল, আপনারা সবাই জানেন। আমি স্বামী হত্যার বিচার চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়