প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ২১:০৭
মতলব উত্তরে ছাত্রদের তোপের মুখে প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকের পদত্যাগ
মতলব উত্তর উপজেলায় ছাত্রদের তোপের মুখে আলী আহম্মদ মিয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিল সহ ৩ শিক্ষক পদত্যাগ করেছেন। অন্য শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক (ধর্ম) মো. শাহ আলম সরকার ও সহকারী লাইব্রেরিয়ান হালিমা আক্তার।
|আরো খবর
রোববার (২৫ আগস্ট) দুপুরে শিক্ষার্থীদের তোপের মুখে তারা পদত্যাগ করেন। তাদের অপসারণের দাবিতে বুধবার থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন। পরে ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করে তারা প্রতিষ্ঠান ত্যাগ করেন ।
আন্দোলনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম খলিলের অবৈধ নিয়োগ।নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দিয়ে ১৯৯৮ সালে বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে ২০২০ পর্যন্ত প্রতি বছরে সরকারি খাত থেকে ব্যাংকে আসা শিক্ষক ও কর্মচারীদের টিউশন ফি-এর লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা, প্রতি বছর এতিম ও অসহায় শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা নিজের মোবাইল একাউন্টের মাধ্যমে আত্মসাৎ করা,২০২০ সালে করোনাকালীন সময়ে শিক্ষক ও কর্মচারীদের বেতন ভাতা না দিয়ে বিদ্যালয়ের ঘর মেরামতের নামে ১লক্ষ ৫৪ হাজার টাকা আত্মসাৎ করা, নিয়মিত বিদ্যালয়ে না আসা, বেশিরভাগ সময় বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহ আরো বেশ কিছু আভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এছাড়া দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ/নিয়োগের সময় পত্রিকায় বিজ্ঞপ্তি না দেওয়া, স্বেচ্চাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনে তাদের পদত্যাগের দাবিতেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছিলেন বলে জানান তাদের প্রতিনিধি এসএসসি পরীক্ষার্থী মো. রাসেল, সামিয়া আক্তার ও নবম শ্রেণির মো. রনি। অবশেষে ছাত্রদের তোপের মুখে রোববার দুপুরে প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকই পদত্যাগ করেন।
পরে শিক্ষার্থীরা মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের সভাপতি একি মিত্র চাকমার কাছে পদত্যাগ পত্রগুলো জমা দেন।