প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ১৫:১৯
কিশোরগ্যাং সদস্যদের হাতে মায়ের সামনেই সন্তান খুন
বিচারের দাবিতে মানববন্ধন
চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে তুচ্ছ ঘটনায় মোঃ ইব্রাহীম খলিল শাহীন (১৪) নামের এক তরুণকে কিশোর গ্যাং সদস্যদের ছুরিকাঘাতে হত্যার শিকার হতে হয়েছে। এই ঘটনায় জিয়াদুল ইসলাম ফাহিম (১৩) নামে আরও একজন আহত হয়েছেন। কিশোর গ্যাংয়ের সদস্য শান্তকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
|আরো খবর
নিহত মোঃ ইব্রাহীম খলিল শাহীন চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে মায়ের সাথে ভাড়া থাকেন। সে মৃত স্বপন সরকার ও সাজেদা বেগমের ছেলে। সে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। তার একমাত্র বোন নুশরাত জানান,
শুক্রবার (২৩ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিকটে কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে আমার মায়ের সামনেই আমার ভাই খুন হয়েছে। আমার মা ওদের বলেছে, আমার ছেলেকে মারিছ না। আমার কথা শোন। ওরা আমার মায়ের কথাও শুনে নি। আমার বাবা নেই। কে আমাদের সংসারের হাল ধরবে? 'আমি এ হত্যার বিচার চাই' বলে বোনটি মূর্ছা যায়। এ সময় স্থানীয়রা তাকে বারবার সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে।
এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে একই গ্রামের ভাড়াটিয়া অজয় চন্দ্র মজুমদার ও কবিতা সাহার ছেলে কিশোর গ্যাং সদস্য শান্ত মজুমদার (১৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম ইব্রাহিম খলিল শাহীন ও আটককৃত আসামি শান্ত মজুমদার প্রতিবেশী এবং একসাথে চলাফেরা করতো। ভিকটিমের সাথে ঘটনার দিন আসামি কিশোর গ্যাং সদস্য শান্তর সাথে খেলাধুলা নিয়ে কথা কাটাকাটি হয়। ওইদিন সন্ধ্যায় ইব্রাহিম খলিল শাহীন তার মায়ের সাথে স্থানীয় বিষ্ণুদী বাজার থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে দিয়ে যাচ্ছিলো। ওই সময় কিশোর গ্যাং সদস্য বখাটে শান্ত তার কয়েকজন সাঙ্গপাঙ্গসহ ইব্রাহিম খলিল শাহীনের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তার ঘাড়ে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাকে বাঁচাতে পথচারী জিয়াদুল ইসলাম ফাহিম
এগিয়ে আসলে তাকেও গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠিয়ে দেন। কিশোর গ্যাং তার দুই হাতের রগ কেটে দিয়েছে এবং পেটে বড় ধরনের আঘাত দিয়েছে বলে জানা গেছে।
জাকির হোসেন (ববি বেগমের ছেলে) জিটি রোড পশ্চিম এলাকায় যার বাসা। তার বাসার ২০ গজ সামনেই এ ঘটনা ঘটে।
এই ঘটনার বিষয়ে কথা হয় চাঁদপুর সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই লোকমান হোসেনের সাথে। তিনি জানান, আমরা একজনকে আটক করেছি এবং ঘটনাস্থলে গিয়ে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছি। এ বিষয়ে মামলা হয়েছে। আমরা অচিরেই অন্যান্য আসামিকে আটক করতে সক্ষম হবো।
কিশোর গ্যাং সদস্যদের হাতে নিহত শাহীন হত্যার বিচারের দাবিতে ব্যাংক কলোনীবাসী মানবন্ধন কর্মসূচি পালন করেন কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায়।