সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ০০:৪৯

শিলন্দিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

গোলাম মোস্তফা
শিলন্দিয়ায় কিশোর গ্যাংয়ের হামলায় আহত ৩

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়া‌র্ডের মঠ‌ খোলা ও শিলন্দিয়া এলাকায় কি‌শোর গ্যাংয়ের অর্তকিত হামলায় ৩ কি‌শোর গুরুতর আহত হ‌ওয়ার খবর পাওয়া গেছে। আহত সকলের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

ঘটনাটি ঘটেছে ১৫ এ‌প্রিল শুক্রবার রাত সা‌ড়ে ৮টায়।এলাকাবাসী জানান, তারাবির নামাজ চলাকালীন সম‌য়ে কিশোর গ্যাংয়ের ২৫/৩০ জ‌নের এক‌টি গ্রুপ দেশীয় অস্ত্রসহ মহড়া চা‌লি‌য়ে এ হামলা করেন।

হামলায় গুরুতর আহতরা হ‌লেন শিলন্দিয়া এলাকার দেলোয়ার হোসেন খন্দকা‌রের ছে‌লে ফরহাদ (২১), হা‌নিফ খা‌নের ছে‌লে র‌নি খান (২২) ও জ‌হির খা‌নের ছে‌লে সিয়াম খান (১৯)।

আহত‌ সকলকে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকা‌রি জেনা‌রেল হাসপাতা‌লে চি‌কিৎসার নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে কর্মরত ডাক্তার তা‌দেরকে ঢাকায় রেফার ক‌রে।

এতে মঠখোলা ও শিলু‌ন্দিায় এলাকায় বসবাসকারী‌দের মা‌ঝে আতংক ছ‌ড়ি‌য়ে প‌রে। এঘটনার কার‌নে এলাকায় দু‌টি মস‌জি‌দের তারবা‌রি নামা‌জে বিঘ্ন ঘ‌টেছে ও ব‌লে জানান এলাকাবাসী।

ঘটনার বিষ‌য়ে আহত সিয়া‌মের পিতা ব্যবসায়ী জহির খান ব‌লেন, আমার ছে‌লে ব‌লেন ৭/৮ আ‌গে বি‌দেশ থে‌কে এ‌সে আমার সা‌থে ব্যবসা কর‌ছে। তারা‌বির নামা‌জের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা হলে আ‌মার ছোট বো‌ন ফোন করে আমাকে জানায়, কে বা কারা আমার ছে‌লে‌কে কুপিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফালাইয়া গে‌ছে। এলাকার ক‌য়েকজন ও আত্মীয় স্বজনসহ ও‌কে হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে ডাক্তার ব‌লে ও‌কে ঢাকায় নি‌য়ে যে‌তে হ‌বে। হাসপতা‌লে গি‌য়ে দে‌খি আর‌ও দুইটা ছে‌লে আহত অবস্থায় হাসপাতালে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়