প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ১৪:১৬
চাঁদপুরে নৌকা ডুবিতে নিখোঁজ দুই নারীর মরদেহ উদ্ধার
চাঁদপুর বড়স্টেশন মোলহেড মেঘনা নদীতে নৌকা ডুবিতে নিখোঁজ দুই নারীর মৃতদেহ ভোলা জেলার চরফ্যাশনের বেতুয়া প্রশান্তি পার্ক দৌলতখান এলাকার মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যায় ও আগেরদিন বৃহস্পতিবার স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে থানায় জানালে পুলিশ লাশ উদ্ধার করে।
|আরো খবর
চরফ্যাশন থানার এসআই শাহিন হোসেন জানান, লাশের পরিচয় পাওয়া গেছে। তার নাম সেতু (৩০)। সে চাঁদপুর জজকোর্টের সেরেস্তাদার মোহসীন উদ্দিন আহমেদের মেয়ে এবং ব্রাক অফিসার ফারুক হোসেন তৈয়বের স্ত্রী। ১৩ আগস্ট মঙ্গলবার চাঁদপুরের পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় নববধূকে নিয়ে ভ্রমণে নেমে নৌকা ডুবে ছয়জন নিখোঁজ হন। তখন চার জন স্প্রীডবোটের সাহায্যে উদ্ধার হলেও নিখোঁজ ছিলেন নববধূ উম্মে হানিয়া ফাহিমা (২১) ও তার আত্মীয় সেতু (৩০)। বৃহস্পতিবার ভোলার দৌলতখান থানা পুলিশ নববধূ উম্মে হানিয়া ফাহিমার লাশ নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সেতুর ফুফা মাসুদ জানান, তার শ্যালকের ছেলে কোরিয়ান প্রবাসী নাঈম খান নববধূ উম্মে হানিয়া ফাহিমা, আত্মীয় সেতু, বন্ধু মাজহারুল, আত্মীয় মুনিয়াকে নিয়ে নদীতে ভ্রমণে নামেন। তাদের বহনকারী নৌকাটি বড় স্টেশন মোলহেড ঘাটে আসার সময় ঢেউ এবং প্রবল স্রোতের চাপে ডুবে যায়।