প্রকাশ : ০৮ আগস্ট ২০২৪, ১০:৫২
হামলা ভাংচুর রুখতে ফরিদগঞ্জে বিএনপির ইউনিয়ন পর্যায়ে মাইকিং
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংঠনের নেতা-কর্মীদের নিয়ে প্রতিটি ইউনিয়নে বৃহষ্পতিবার (৮ আগস্ট) থেকে প্রচারণা শুরু হয়েছে। এছাড়া ইউনিয়ন পর্যায়ে বিএনপির নেতৃবৃন্দ প্রয়োজনে বিশেষ টিম গঠন করবে এসব বিশৃংখলা রুখতে।
|আরো খবর
উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের পক্ষে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ জানান, বিএনপির কেন্দ্রীয় নিদের্শনা এবং আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ফরিদগঞ্জে যে কোন মূূল্যে বিশৃংখলা রুখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতে শতভাগ মাঠে থাকার জন্য বলেছেন। সেই জন্য আমিসহ নেতৃবৃন্দ গত ৩দিন ধরে প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে সচেতনতা মুলক সভা করছি। বৃহষ্পতিবার (৮ আগস্ট) প্রতিটি ইউনিয়নে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন রাখার ব্যবস্থা হচ্ছে। আমরা ইতিমধ্যেই প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দকে দায়িত্ব দিয়েছি এসব মোকাবেলা করার জন্য। কোন স্থানে ঝামেলা হলে এই দায় তাদের নিতে হবে বলে ষ্পষ্ট বলে দিয়েছি। প্রয়োজনে কুইক রেসপন্স টিমের মতো ইউনিয়ন পর্যায়ে বিশেষ টিম গঠনের কথা বলা হয়েছে।
স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও পালানোর মাধ্যমে আজ আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। কোন ভাবেই দুর্বৃত্তদের এসব কর্মকাণ্ড করতে দেয়া যাবে না। আমরা যে কোন মূল্যে প্রত্যেকে নিজ নিজ এলাকায় শান্তি বজায় রাখবো।