শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ২০:৫১

চাঁদপুরে সচেতন আইনজীবী সমাজের প্রতিবাদ ও মানববন্ধন

বিনা অজুহাতে সন্তানদেরকে আমাদের সামনে থেকে গ্রেফতার করতে দেব না

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে সচেতন আইনজীবী সমাজের প্রতিবাদ ও মানববন্ধন

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ নাগরিকদের গণহত্যার বিচার, গায়েবী মামলা, গণগ্রেপ্তার ও নির্যাতন বন্ধে চাঁদপুরে প্রতিবাদ এবং মানববন্ধন করেছে আইনজীবীরা।

৪ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর জেলা জজ আদালত চত্বরে সচেতন আইনজীবী সমাজের ব্যানারে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।

সাধারণ ছাত্রদের একদফা আন্দোলনের সকল কর্মসূচির সাথে একমত পোষণ করে মানববন্ধনে বক্তব্য দেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার, অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী দুলাল মিয়া পাটওয়ারী ও জাহাঙ্গীর আলম। অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট আবদুল্লাহিল বাকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট জহির উদ্দিন বাবর, অ্যাডভোকেট কোহিনুর রশিদ, অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন, অ্যাডভোকেট জসিম মেহেদী, অ্যাডঃ আলম খান মঞ্জু ও অ্যাডভোকেট শরিফ মাহমুদ সায়েম।

শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একমত পোষণ করে বক্তারা বলেন, আমরা এই স্বাধীন দেশে আর গুলি দেখতে চাই না। আমরা আর কোনো হত্যা এবং খুন দেখতে চাই না। আমাদের সন্তানদের বাইরে রেখে আমরাও ঘরে থাকতে পারছি না। বিনা অজুহাতে সন্তানদেরকে আমাদের সামনে থেকে গ্রেপ্তার করতে দিবো না। আমরা আইনজীবী সমাজ সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। এখন থেকে আমরা ছাত্রদের আন্দোলনের সাথে আছি এবং থাকবো। বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না। তারা আরও বলেন, গত কয়েকদিনে পুলিশের গুলিতে যেসব শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছেন তা আমরা দেখেছি। বিবেক আমাদের তাড়না করছিলো। তাই আইনজীবী হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। আন্দোলনে দেশের অনেক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলো আবার গড়ে নেয়া যাবে। কিন্তু যারা নিহত হলেন কোটি কোটি টাকা দিয়ে ফিরে পাওয়া যাবে? শিক্ষার্থীদের এক দফা দাবির সাথে আমরা একমত। এই সরকারকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। বক্তারা বলেন, আমরা এই দাবি আদায় করে ছাড়বো এবং ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। এছাড়াও অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, অ্যাডঃ এ.এন.এম. মাইনুল ইসলাম, অ্যাডঃ মনির হোসেন, অ্যাডঃ কবির, অ্যাডঃ কামাল হোসেন, অ্যাডঃ মোহাম্মদ ইয়াসিন আরাফাত ইকরাম, অ্যাডঃ আতিকুর রহমান, অ্যাডঃ মোঃ শামিম, অ্যাডঃ সাদ্দাম, অ্যাডঃ জিসান আহমেদ রিজন, অ্যাডঃ সানজিদ, অ্যাডঃ জাবির, অ্যাডঃ সুমন, অ্যাডঃ নকীব, অ্যাডঃ মিল্টন, অ্যাডঃ শামিম, অ্যাডঃ জিসান আহমেদ রিপন, অ্যাডঃ ফয়সাল, অ্যাডঃ মামুন মিয়াজীসহ প্রায় শতাধিক আইনজীবী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়