রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ১৯:২৮

হাজীগঞ্জে ডুবুরি খুঁজে পেলো নিখোঁজ শিশুর মরদহে

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে ডুবুরি খুঁজে পেলো নিখোঁজ শিশুর মরদহে

দমকল বাহিনীর ডুবুরির দল খুঁজে পেলো নিখোঁজ শিশু আবির হোসেনের (৬) লাশ। এর আগে কয়েক ঘন্টা ধরে নিজ বাড়িতেই নিখোঁজ ছিলো শিশুটি। দায়িত্বরত চিকিৎসক বললো হাসপাতালে আনার অনেক আগেই শিশুটি মারা গেছে। ঘটনাটি হাজীগঞ্জের ৫নং সদর ইউনিয়নের মাতৈন গ্রামের মিজি বাড়ির। শিশুটি এ বাড়ির প্রবাসী ইয়াকুবের একমাত্র ছেলে। সে একটি মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১ আগষ্ট) বেলা বারোটার দিকে মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসে আবির। এরপর নিজ বাড়ির অন্যান্য শিশুদের সাথে মাঠে ফুটবল খেলা শেষে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।

এ সময় সফিক নামের বাড়ির এক মুরুব্বী পুকুরে নামতে নিষেধ করে নিজের কাজে চলে যান। কিছুক্ষণ পর তিনি পুকুরে গোসল করতে এসে দেখেন শিশুটির জুতা পানিতে ভাসছে। এতে করে সফিকের সন্দেহ জাগে আর সবাইকে খবর দেন আবির কই আছে খুঁজতে। পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ির আশপাশসহ পুকুরে নেমে শিশু আবিরকে খুঁজতে থাকেন। র্দীঘক্ষণ ধরে শিশুটির খোঁজ না পাওয়ায় হাজীগঞ্জ ফায়ার স্টেশনে জানানো হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুরে তল্লাশি চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, চাঁদপুর নদীবন্দর ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এনে প্রায় আধাঘন্টা তল্লাশি চালিয়ে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশুটি মারা গেছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ চাঁদপুর কন্ঠকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়