শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ২০:৪৪

কচুয়ায় দেশী মাছ রক্ষায় চায়না রিং জাল জব্দ

ফরহাদ চৌধুরী
কচুয়ায় দেশী মাছ রক্ষায় চায়না রিং জাল জব্দ

কচুয়ায় খাল-বিল জলাশয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।১৬ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।এসময় পশ্চিম সহদেবপুর ইউনিয়নের তুলপাই, প্রসন্নকাপ ,নয়াকান্দি,কান্দিরপাড়,জায়গির,কাঠালিয়া ও চাইরার বিলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ২শত ৪০টি চায়না রিং জাল ও কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এহসান মুরাদের নির্দেশক্রমে বাংলা বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাছান জানান, জব্দকৃত পুড়িয়ে দেওয়া রিং জাল ও কারেন্ট জালের মূল্য প্রায় ৯ লক্ষ ৫০ হাজার টাকা। দেশীয় প্রজাতীর মাছের প্রজনন বৃদ্ধির স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান অব্যাহত থাকবে। এ সময় পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন,উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা মো: জহিরুল ইসলাম,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব অভিযানে সহযোগীতা করেন।

অভিযান শেষে ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন বলেন,দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের ভূমিকায় রিং জাল জব্দ করায় এ জাতীয় জাল দিয়ে মাছ ধরা বন্ধ হলে সবার উপকার হবে।

প্রসংগত: ১৫ জুলাই সোমবার দৈনিক জনকণ্ঠে ”কারেন্ট জালে দেশী মাছ বিলুপ্তির পথে” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের দৃষ্টিগোছর হলে এ অভিযান পরিচালনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়