শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ১৮:৪৮

নিষিদ্ধ কার্বোফুরান ও ভেজাল সার রাখায় ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রবীর চক্রবর্তী
নিষিদ্ধ কার্বোফুরান ও ভেজাল সার রাখায় ফরিদগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নিষিদ্ধ বালাইনাশক কার্বোফুরান , মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল সার রাখায় ভ্রাম্যমাণ আদালত ফরিদগঞ্জের দুটি কীটনাশক ও সারের দোকানে ৬০হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম. জাহিদ হাসান এই আদালত পরিচালনা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার।

জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে কীটনাশক ও সার বিক্রেতা মেসার্স আলমগীর ট্রেডার্স এ নিষিদ্ধ কার্বোফুরান ৮০ কেজি, মেয়াদোত্তীর্ণ সার ৩৬ কেজি পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই প্রতিষ্ঠানের মালিক মো: আলমগীর হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এদিকে একই বাজারের মেসার্স মিতু ট্রেডার্স এর মালিক আব্দুল মান্নানের দোকানে ১৬ কেজি ভেজাল সার পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফাহিম হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, মোঃ আবুল খায়ের, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রাশেদুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার জানান, কার্বোফুরান নামের বালাইনাশকটি মানুষ তো বটেই, বেশির ভাগ প্রাণীর জন্যই মারাত্মক ক্ষতিকর। জাতিসংঘ এটি নিষিদ্ধ করতে সদস্যরাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানালে ৮৮তম দেশ হিসেবে বাংলাদেশ এটি নিষিদ্ধ করে। ২০২৩ সালের ৩০ অক্টোবর পর্যন্ত কার্বোফুরান ব্যবহারের অনুমতি দেওয়া হলেও কোন কোন ব্যবসায়ী এটি এখনো তাদের ব্যবসা প্রতিষ্ঠানে রেখেছে। এইজন্য আমাদের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়