শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১৩:৫৯

১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার
১৪ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

চাঁদপুরে ১৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে ফরিদগঞ্জ থানা পুলিশ রবিবার ১৩ জুলাই রাত সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদগঞ্জ থানাধীন নারিকেলতলা আস্টা বাজার টু গল্লাক বাজার পাকা সড়কের চেয়ারম্যান মোঃ শাহজাহান পাটওয়ারী এর মাছের প্রজেক্টর এর পশ্চিম পাশে রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

ওই সময় আসামীর পরিচালিত সিএনজি গাড়ী তল্লাশী করে তার ভিতর ও আসামীর হেফাজত হতে ১৪ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী নাম রবিউল্লাহ প্রঃ রবিউল (৪০), পিতা-আবদুর রহমান, মাতা-সুবুজা খাতুন, গ্রামঃ-দক্ষিণ মোহাম্মদপুর, থানা-দাউদকান্দি, জেলা-কুমিল্লা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, তারা দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হতে গাঁজা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট বিক্রয় করে আসছিল।

চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার), পুলিশ সুপার, চাঁদপুর এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, মোঃ সাইদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই আনোয়ার হোসেন, এএসআই মোঃ কামাল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফরিদগঞ্জ থানার একটি চৌকস দল উক্ত মাদক অভিযান পরিচালনা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়