শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ২১:৫৬

শাহরাস্তিতে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ

শাহরাস্তিতে বাড়ির রাস্তা দখল করে ভবন নির্মাণের প্রতিকার চেয়ে শাহরাস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রামের চৌধুরী বাড়ি প্রকাশ ভদ্র বাড়ির মোঃ ইকবাল হোসেন শাহরাস্তি থানায় এ অভিযোগ দায়ের করেন। ৮ জুলাই শাহরাস্তি থানার উপপরিদর্শক জুলফিকার আলী ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

অভিযোগকারী মোঃ ইকবাল হোসেন জানান, সরকারি ও বেসরকারি প্রকল্পের আওতায় বাড়ির সড়কটি ৬ ফুট প্রশস্ত করে পাকা করা হয়েছে। উক্ত রাস্তার উভয় পাশে আধা ফুট করে এক ফুট জায়গা চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তাদের বাড়ির মোঃ সফিকুল ইসলাম রাস্তার জায়গা দখল করে ভবন নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি আমার নজরে আসলে তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এবং কাউকে তোয়াক্কা না করে ভবন নির্মাণের কাজ অব্যাহত রাখেন। ইকবাল হোসেন আরো জানান, এ ছাড়াও তিনি সরকারি বরাদ্দের ঘর বিক্রি করে দিয়েছেন। সফিকুল ইসলাম পানি নিষ্কাশনের একমাত্র খালটি ভরাট করে ফেলেছেন। বাড়ির লোকজনের চলাচলের একমাত্র সড়টি উম্মুক্ত রাখার জন্য ইকবাল হোসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়