শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ২২:৩২

কচুয়ায় কবরস্থানের উপর দিয়ে পথ করার চেষ্টায় দু'পক্ষের মামলা

ফরহাদ চৌধুরী
কচুয়ায় কবরস্থানের উপর দিয়ে পথ করার চেষ্টায় দু'পক্ষের মামলা

কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামের জোয়াইর বাড়ির আলাউদ্দিন গংদের উভয়ের মৃত ব্যক্তিদের কবরস্থানের সম্পত্তির উপর দিয়ে পিছনে নতুন বাড়ির পথ করার চেষ্টায় বাঁধা দিলে মারধরের ঘটনা ও দু'পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমার সৃষ্টি হয়েছে।৪ই জুলাই বৃহস্পতিবার সরজমিনে গেলে আলাউদ্দিন জানান, একই বাড়ির সিরাজুল হকের ছেলে সোহাগ গংদের সাথে আমাদের যৌথ কবরস্থান। ২৬শে জুন বুধবার সকাল অনুমান সাড়ে ৮ দিকে সোহাগ গং আমাদের সাথে কোনো কথা না বলে সম্পত্তির পূর্ব বিরোধের জের ধরে তারা কবরস্থানের পিছনে নতুন বাড়ি করার জন্য মৃত ব্যক্তিদের কবরস্থানের উপর দিয়ে ওয়াল করে বাড়ির পথ বাঁধার চেষ্টা করলে আমি বাঁধা দেয়ায় সোহাগ গং আমাকে সহ আমার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারধরে রক্তাত্ত জখমে আহত করে। এ সময় আমার পরিবারের লোকজন ৯৯৯ ফোন দিলে কচুয়া থানার পুলিশ এসে আমাকে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কচুয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। কর্তব্যরত ডাক্তার আমার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে। এ ঘটনায় আলাউদ্দিনের মেয়ে আরজু আক্তার পিংকি বাদী হয়ে সোহাগ ও তার ভাই হাসানাতকে এজাহার ভুক্ত করে অজ্ঞাতনামা ৩/৪ বিবাদী করে কচুয়া থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং-১৪ তারিখ ২৮/০৬/২৪।

অভিযুক্ত সোহাগ জানান,আমরা কোনো মৃত ব্যক্তির কবরস্থানের উপর দিয়ে বাড়ির পথ বাঁধার চেষ্টা করিনি, আমাদের অংশ দিয়ে পথ বাঁধতে গেলে আলাউদ্দিন গং আমাকে এবং আমার পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করে। মারধরে আমাকেও রক্তাক্ত আহত করে। এই ঘটনায় সোহাগ বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে বিজ্ঞ আমলী আদালত কচুয়া চাঁদপুরে মামলা দায়ের করে। যাহার সি.আর মামলা নং-৩৯১/২০২৪

স্থানীয় পাড়া প্রতিবেশীর এক বৃদ্ধা মহিলা সহ লোকজন জানান, ঘটনার দিন সোহাগ গং তাদের যৌথ মৃত ব্যক্তিদের কবরস্থানের উপর দিয়ে পথ বাঁধার চেষ্টাকালে আলাউদ্দিন বাঁধা দিলে সোহাগ গং দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে।

কচুয়া থানার এস.আই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উভয় পক্ষের মামলা আমার তদন্তদীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়