রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ০১ জুলাই ২০২৪, ২৩:৩২

চাঁদপুরে পুলিশ সদস্যদের মাঝে ডিআইজির অর্থ পুরস্কার প্রদান

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে পুলিশ সদস্যদের মাঝে ডিআইজির অর্থ পুরস্কার প্রদান

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম এঁর পক্ষ থেকে চাঁদপুর জেলা পুলিশে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষে ডিউটিতে নিয়োজিত থেকে নিষ্ঠার সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

১ জুলাই জেলা পুলিশের আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার।

এসময় তিনি বলেন, "পুলিশ সদস্যদের এমন পরিশ্রম ও দায়িত্বশীলতার জন্য আমরা গর্বিত। তাদের এই প্রয়াস চাঁদপুর জেলা পুলিশের সকল সদস্যদের জন্য অনুপ্রেরণা।"

এসময় সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), শ্রীমা চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার), পঙ্কজ কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল), মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল), মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল), চাঁদপুর, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, ডিএসবি, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, আরআই, পুলিশ লাইন্স, চাঁদপুর সহ উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যারা নিরলস পরিশ্রম করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এবং ঈদ উদযাপনে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদেরকে ডিআইজির অর্থ

পুরস্কার প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়