শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জুন ২০২৪, ২১:৪০

মতলব উত্তর মাদক ব্যবসায়ী আটক

মতলব উপজেলা সংবাদদাতা
মতলব উত্তর মাদক ব্যবসায়ী আটক

মতলব উত্তরে মাদক ব্যবসায়ী বশির আহমেদকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। ১৪ জুন মতলব উত্তর থানাধীন মধ্য সর্দারকান্দি গ্রামের চা দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, ১৪ জুন, ২০২৪ইং তারিখ ১০.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানাধীন মধ্য সর্দারকান্দি জনৈক মোখলেছ এর চা দোকানের সামনে চলাচলের রাস্তার উপর হইতে ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। এসময় আসামীর হেফাজত হইতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী বশির আহমেদ (৪১)

সর্দারকান্দি গ্রামের বিল্লাল মিজি ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে পার্শ্ববর্তী কুমিল্লা জেলা হইতে স্বল্প মূল্যে ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া অত্র থানা এলাকায় বেশি দামে বিক্রি করে মর্মে স্বীকার করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী বশির আহমেদ @ বসির মিজি (৪১) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত লুঙ্গির সামনের ডান পাশে কোচে সাদা পলিথিনের ভিতর ফুয়েল পেপার দ্বারা মোড়ানো বিশেষ কায়দায় রক্ষিত নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ২০(বিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যাহার প্রতিটির ওজন ১ গ্রাম করিয়া মোট (০.১X২০)=০২(দুই) গ্রাম, প্রতিটির মূল্য অনুমান ৩০০ টাকা করে মোট অনুমান মূল্য (৩০০X২০)= ৬,০০০/-(ছয় হাজার) টাকা করে।

গ্রেফতারকৃত আসামী বশির আহমেদ (৪১) এর বিরেুদ্ধে মতলব উত্তর থানার মামলা নং-১৯, তারিখ- ১৪ জুন, ২০২৪; জি আর নং-১৭৩, তারিখ- ১৪ জুন, ২০২৪; ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার) , পুলিশ সুপার, চাঁদপুর এর দিক নির্দেশনায়,মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ)/ মোঃ মিজানুর রহমান, এসআই(নিরস্ত্র) জাহিদুল হক, এএসআই(নিরস্ত্র) মোজাম্মেল হক ও সঙ্গীয় ফোর্সসহ মাদক অভিযান পরিচালনা করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি বলেন, এলাকাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চ পুলিশ। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়