প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৯:৩৯
ওয়্যারলেছ এলাকা থেকে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

চাঁদপুর শহরের ওয়্যারলেছ এলাকা থেকে ৪ কেজি গাঁজাসহ রেজাউল শেখ (৩৭) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে শহরের ওয়্যারলেছ মোড়ের পুলিশ বক্সের সামনের পাকা রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রেজাউল শেখ গোপালগঞ্জ জেলার হরিদাসপুর গ্রামের মৃত গফ্ফার শেখের ছেলে। দুপুরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবকের কাঁধে থাকা স্কুলব্যাগ তল্লাশি করে ৪ কেজি গাঁজা জব্দ ও তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম জানান, মামলা দায়েরের পর আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক বিক্রির কথা স্বীকার করে বলেও জানান তিনি।