শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   খাল দখল নিয়ে দ্বন্দ্বে যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা
  •   নৌ পুলিশের হয়রানি বন্ধে জেলা বিএনপির সভাপতির কাছে জেলেদের লিখিত আবেদন
  •   হাসান আলী মাঠে ছাত্র-জনতার অভ্যুত্থানের শততম দিনে সাংস্কৃতিক সন্ধ্যা
  •   মাদ্রাসা খাদেমের লাশ নদী থেকে উদ্ধার
  •   পল্লবীতে দুই ছেলেকে জবাই করে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০৪:২১

চাঁদপুর নৌথানার ২৪ ঘন্টার অভিযানে ২৩ জন গ্রেফতার

বালুর জাহাজ, জেলে নৌকা ও মশারী জাল জব্দ

অনলাইন ডেস্ক
চাঁদপুর নৌথানার ২৪ ঘন্টার অভিযানে ২৩ জন গ্রেফতার

চাঁদপুর মেঘনা নদীতে

নৌথানা পুলিশের গত ২৪ ঘন্টার পৃথক অভিযানে জেলেসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয় বালুর ৩টি জাহাজ,৩টি জেলে নৌকা ও মশারী জাল-৬০ (ষাট) মিটার।

মোট আসামী ২৩ (তেইশ) জনের মধ্যে ‌৮ (আট) জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজাপ্রদান করা হয়। বাকি ১ (এক) জন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়। ৬ (ছয়) জনের বিরুদ্ধে পেনালকোড আইনের ২৮০/৩৪ ধারায় ৩ (তিন)টি নিয়মিত মামলা রুজু, বাকি ০৮ (আট) জনের বিরুদ্ধে মৎস্য আইনে ০১ (এক)টি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার জব্দকৃত আলামত নৌ থানা হেফাজতে রয়েছে ।

গত-১৫ মার্চ সন্ধ্যা হতে ১৬ মার্চ সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে চাঁদপুর নৌথানা পুলিশ।

চাঁদপুর নৌ থানার অফিসার ফোর্সসহ মোঃ আসাদুজ্জামান সরকার এক্সিকিউটি৬ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর ও এসএম মুশফিকুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা, জেলা মৎস্য দপ্তর, চাঁদপুরের নেতৃত্ব মোবাইল কোর্ট ও যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর মডেল থানাধীন পদ্মা ও মেঘনা নদী এলাকায়।

এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২ (দুই)টি ইঞ্জিনচালিত জেলে নৌকা উদ্ধার ও ৮ (আট) জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মেয়াদার সাজা প্রদান করা হয়। বাকি ০১ (এক) জন অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়।

নৌপুলিশের এই অভিযানের একপর্যায়ে চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ পুরান বাজার সংলগ্ন নামক স্থানে মেঘনা নদী হতে ০৩ (তিন) টি বালুবাহী বাল্কহেড ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে চাঁদপুর অভিমুখে আসার সময় স্পীডবোট যোগে ধাওয়া করে বাল্কহেড জব্দ পূর্বক ৬জন আসামীদেরকে গ্রেফতার করেন।

তাদের হেফাজত হতে ০৩ (তিন) টি বাল্কহেড টর্চ লাইটের আলোতে আলামত হিসেবে জব্দ করেন। এই সংক্রান্তে চাঁদপুর সদর মডেল থানায় ০৬ (ছয়) জন আসামী বিরুদ্ধে ০৩ (তিন) টি নিয়মিত মামলা রুজু করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়