শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৪:১১

জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযান

১৭ জেলে গ্রেফতার,কারেন্ট জালসহ ৮৮ কেজি জাটকা মাছ,২ নৌকা জব্দ

স্টাফ রিপোর্টার
জাটকা নিধন প্রতিরোধে চাঁদপুর নৌ থানার ২৪ ঘন্টার অভিযান

চাঁদপুর মেঘনা নদী এলাকার অভয়াশ্রমে জাটকা নিধন প্রতিরোধে গত ২৪ ঘন্টার অভিযানে ১৭ জেলেকে গ্রেফতার,কারেন্ট জালসহ দুটি মাছ ধরার নৌকা জব্দ করেছে চাঁদপুর সদর নৌথানা পুলিশ। নৌ থানা পুলিশের এক প্রেস নোটে জানানো হয় ০৬/০৩/২০২৪খ্রিঃ রাত্র ৬টা ২০ মিনিটে সময় চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেশ্বর ইউপিস্থ শিলারচর ও চিরারচর নামক স্থান হতে নাজমুল হাসান (২৩), পিতা-হানিফা মাঝি, মাতা- সাফিয়া খাতুন, মোঃ আসলাম (২৫), পিতা-ইমান মাঝি, মাতা-ওয়াহিদা বেগম, মোঃ আব্দুর রশিদ (৫৮), পিতা-মৃত আবুল কাসেম, মাতা-শাহেরা খাতুন, মোঃ সুজন (১৯), পিতা-শাহজাহান মেলকার, মাতা-রোকেয়া বেগম, মোঃ ইউসুফ (২০), পিতা-ইসমাইল মোল্লা, মাতা-ইসমত আরা, সর্বসাং-বকচর, ৭নং ওয়ার্ড, থানা-মুন্সিগঞ্জ সদর, জেলা-মুন্সিগঞ্জ, মোঃ রুবেল মিঝি (২৪), পিতা- শহিদুল্লাহ মিঝি, মাতা-পিলু বেগম আমেনা বেগম, মোঃ মাসুম (২৩), পিতা- শহিদুল্লাহ মিকি, মাতা- পিলু বেগমও আমেনা বেগম, মোঃ জুয়েল মিঝি (২৮), পিতা- শহিদুল্লাহ মিঝি, মাতা-পিলু বেগম (২) আমেনা বেগম, হযরত বিল্লাল হোসেন (২২), পিতা-মোঃ ইয়াসিন, মাতা-পারভীন বেগম, সর্ব সাং-বাহের চর, ০৪নং ওয়ার্ড, মোহনপুর ইউপি, মোঃ মোয়াজিব (২১), পিতা-জাহের আলী বেপারী, মাতা-উম্মে সালেহা, সাং-চর ওয়েস্টার, ০৫নং ওয়ার্ড, মোহনপুর ইউপি, মাসুদুর রানা (১৯), পিতা-ইসমাইল খালাসি, মাতা-লাইলি বেগম, সাং-বাহেরচর, ০৪নং ওয়ার্ড, মোহনপুর ইউপি, মাইনউদ্দিন (১৫), পিতা-স্বপন ফকির, মাতা-ময়না বেগম, ১৩। মোঃ হৃদয় (১৪), পিতা-সেকান্দার গাজী, মাতা-সালেহা বেগম, উভয় সাং-বাহের চর, ০৪নং ওয়ার্ড, মোহনপুর ইউপি, সর্বথানা-মতলব উত্তর, জেলা- চাঁদপুর, ১৪। মোঃ ফাহিম(১৫), পিতা-বাবুল, মাতা-তাজু বেগম, ১৫। মমিন (১৫), পিতা-দুলাল শেখ, মাতা-দুলি বেগম, ১৬। হৃদয় (১৪), পিতা-দান উল্লাহ মোল্লা, মাতা-মালেহা বেগম, ১৭। আল আমিন (১০), পিতা-খোরশেদ দেওয়ান, মাতা-সুমি বেগম, সর্বসাং-মধ্যম শ্রীরামদী পুরানবাজার, ০২নং ওয়ার্ড, থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদের গ্রেফতার করা হয়। সামীদের হেফাজত হতে ২ হাজার ৯০০ মিটার কারেন্ট জাল ও ২ (দুই) টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ১৭(সতেরো) জন আসামীর মধ্যে ১১ (এগারো) জনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় মৎস্য আইনের ০২(দুই)টি নিয়মিত মামলা রুজু করা হয়। বাকী ০৬ (ছয়) জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়। এছাড়া ৮৮ কেজি জাটকা মাছ; জব্দকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও গরীব দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়। ২ (দুই)টি ইঞ্জিন চালিত পুরাতন কাঠের তৈরী জেলে নৌকা অত্র নৌ খানা হেফাজতে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়