শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৭ মার্চ ২০২৪, ১৩:০৮

চাঁদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক
চাঁদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাম ঘোষ (২০) নামে যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির রেজিস্ট্রার থেকে জানা গেছে, ওই যুবক চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের পশ্চিম চর কৃষ্ণপুর গ্রামের নারায়ণ ঘোষের ছেলে। হাসপাতালের জরুরি বিভাগে কথা বলে জানা গেছে, ওই যুবক অনেকটা মানসিক রোগী ছিলেন। জানুয়ারির ৩১ তারিখ কোনো এক পথচারী তাকে হাসপাতালে এনে ভর্তি করেন। তবে ভর্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত তার পরিবারের কাউকেই আসতে দেখা যায়নি। তার মৃত্যুর পর থেকে তার কোনো আত্মীয়-স্বজন কিংবা পরিচিত কাউকেই হাসপাতালে এসে তার খোঁজ নেননি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ারের চিকিৎসক মো. সাকিব জানান, রাম ঘোষ ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না। তার মানসিক সমস্যা ছিল। এতদিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে আজ রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুবক রাম ঘোষের মৃত্যুর বিষয়টি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়